শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১
The Daily Post
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট

কার্ভাডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পল্টনে আটকার ১০ ঘণ্টা পর উদ্ধার 

রাজবাড়ী প্রতিনিধি

কার্ভাডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পল্টনে আটকার ১০ ঘণ্টা পর উদ্ধার 

রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পল্টন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিটিসি)।

রোববার (২২ ডিসেম্বর) রাতে একটি কার্ভাড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পল্টনে আটকে যাওয়ার পর ঘাটটি বন্ধ করা হয়। এ ঘটনায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি, তবে ট্রাক চালক ও সহকারী অল্পের জন্য রক্ষা পান।

দুর্ঘটনাকবলিত কার্ভাড ভ্যানটির চালক ফিরোজ জানান, ফেরিতে উঠার সময় গাড়ির ব্রেক কাজ না করায় গাড়িটি সোজা পল্টনে আটকে যায়। দুর্ঘটনার সময় তার সহকারী হালকা আঘাত পান। চালক আরও জানান, গাড়ির সামনে একটি মাইক্রোবাস ছিল, সেটি সরে যাওয়ার পরই গাড়ি নিয়ন্ত্রণ হারায়।

স্থানীয়রা জানান, দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের সংযোগ সড়কটি অতিরিক্ত ঢালু হওয়ায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। অতীতে অনেক গাড়ি পদ্মা নদীতে পড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটেছে। সংযোগ সড়কটি সময়মতো সংস্কার না করার কারণেই এ দুর্ঘটনাগুলো ঘটছে বলে অভিযোগ করেন তারা।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই ঘাটটি বন্ধ রাখা হয়েছে। গাড়িটি যেন নদীতে না পড়ে এবং সম্পদের ক্ষতি না হয়, সেজন্য উদ্ধার কার্যক্রম চালিয়ে প্রায় ১০ ঘন্টা পর কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়। এ সময় উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং উদ্ধারকাজে তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, ফেরি সংযোগ সড়কের সমস্যার কারণে স্থানীয়রা দীর্ঘদিন ধরে দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করে আসছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন যাত্রীরা।

টিএইচ